মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি: পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে চলছে তাপদাহ। ঘর থেকে বাইরে বের হওয়া কঠিন হয়ে গেছে। বিশেষ প্রয়োজনে ও জীবিকা নির্বাহের তাগিদে অনেকেই বাইরে বের হলেও পড়েছেন চরম বিপাকে। অসহনীয় গরম ও রোদে হাঁপিয়ে উঠছে সকলে। স্থানীয়রা জানান, যে পরিমাণ রোদ এবং গরম তাতে বাইরে কিছুক্ষণ থাকা অনেক কষ্টের। পঞ্চগড় জেলা শহরের সড়কের পাশে তেমন গাছপালা না থাকায় কথাও বিশ্রাম নেওয়ার জায়গাটুকু নেই। রোদ্রের কারনে শরীরের চামড়া যেন পুরে যাচ্ছে। আবার রাতে কুয়াশা পড়লেও অসহনীয় গরম অনুভূত হয়। বিদ্যুৎ না থাকলে ঘুমানো যায় না। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী এমন পরিস্থিতিতে হিট স্ট্রোক করে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করা ও বাইরে বের না হওয়ার পরামর্শ প্রদান করলেও তাতে কর্ণপাত করছেন না নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো। নদীতে পাথর/বালি উত্তোলন, গাড়ি লোড/আনলোড, রিক্সা চালক, অটোরিকশা চালনা সহ বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত শ্রমিকরা অনেকেই রোদ উপেক্ষা করে কাজ করছেন। তবে সবকিছু সহ্য করে কাজ করলেও কাঙ্ক্ষিত আয় করতে পারছেন না কেউ। স্থানীয়রা আরো জানান, মানুষ কতটা অসহায় হলে এমন রোদ উপেক্ষা করে জীবিকা উপার্জনের জন্য বের হয় তা এই মানুষ গুলোর দিকে তাকালে বোঝা যায়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭