মুন্সীগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খল ভঙ্গ ও গঠনতন্ত্র মোতাবেক দলীয় আদর্শ পরিপন্থী কাজ করায় মুন্সীগঞ্জ জেলা বিএনপি সদস্য ও দিঘিরপাড় ইউনিয়ন বিএনপি'র সভাপতি শামীম মোল্লা কে কারন দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
মুন্সীগঞ্জ জেলা বিএনপি'র সদস্য সচিব কামরুজ্জামান রতন এর সাক্ষরিত নোটিশে বলা হয়েছে, গত ২৭ -০৭-২০২৪ইং তারিখে দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনি(শামীম মোল্লা) অংশগ্রহণ করেন।আপনি অবগত আছেন যে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্দেশ আছে স্থানীয় নির্বাচনে দল থেকে কোনো নেতাকর্মী অংশগ্রহন করিতে পারিবে না।
আপনি দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় দলের শৃঙ্খল ভঙ্গ ও গঠনতন্ত্র মোতাবেক দলীয় আদর্শ পরিপন্থী কাজ করায় আপনাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হলো। উক্ত কারন দর্শানোর লিখিত জবাব আগামী ৩ দিনের মধ্যে প্রেরণ করিবেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭