নিজস্ব প্রতিনিধি: কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল ৯টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে নয়টায়। সারারাত বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা তাই নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। এক ঘন্টা দেরিতে অনুষ্ঠিত টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ভেজা মাঠের সুবিধা কাজে লাগাতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
এই ম্যাচ একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদকে দলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭