বিশেষ প্রতিনিধি: টঙ্গীবাড়ীতে হত্যা চেষ্টার মামলার বাদীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীরা। আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবার। ঘটে যেতে পারে মারাত্মক অঘটন জানিয়েছে স্থানীয়রা। ৯ সেপ্টেম্বর বিকেলে আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর জাহাজ চালক উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের সেকান্দর আলী ছৈয়ালের ঘরে পাইকপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির শেখ তার পেটোয়া বাহিনী জসীম মোল্লা, আরিফ শেখ, পারভেজ শেখ, বাবু শেখ ও বাঁধন শেখ দেশীয় অস্ত্র নিয়ে স্বদল বলে প্রবেশ করে। প্রথমে সন্ত্রাসীরা সেকান্দর আলী ছৈয়ালকে চাপাতি দিয়ে কুপিয়ে মাথায় মারাত্মক রক্তাক্ত জখম করে। পরে ঘরের আসবাবপত্র আলমিরা ভাংচুর করে নগদ ৫ লাখ টাকা ও সেকান্দরের স্ত্রীর লুৎফা বেগমের গলা থেকে সোয়া বড়ি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ বিষয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা করলে মাননীয় বিচারক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
মামলা উঠিয়ে না নিলে মামলার বাদী ও তার পরিবারকে মেরে ফেলে দিবে বলে আসামীরা মোবাইল ও লোক মারফত হুমকি দিয়ে আসছে। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭