আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সহকর্মীর হাতুড়ির আঘাতে প্রান গেছে মিজান(২৫) নামে এক রাজমিস্ত্রীর।জানা গেছে, গাজিপুর জেলার রাজমিস্ত্রি শাহাদাত (১৯) ও ঠাকুরগাও জেলার রাজমিস্ত্রি নিহত মিজান (২৫) উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সীর বাড়িতে থেকে ভবন নির্মাণ কাজ করছিলেন। আজ বরিবার (১৫ সেপ্টেম্বর) ভোড় ৫টার দিকে ওই ভবনের কনট্রাকটরের কাছে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রাজমিস্ত্রি শাহাদাত হাতুড়ি দিয়ে মিজানের মাথায় একাধিক অঘাত করলে মিজান ঘটনাস্থলেই মারা যায়। পরে শাহাদাত মিজানের মরদেহ ঘর হতে টেনে বাড়ির পাশের পুকুরে নিয়ে যেতে থাকলে এক নারী দেখে ফেলে । পরে ওই নারী আশে-পাশের লোকজনকে খবর দিলে আশ-পাশের লোকজন এসে ঘাতক শাহাদাতকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়।এ ব্যাপারে কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শাহিন বলেন, কনট্রাকটরের কাছ পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে রাজমিস্ত্রি শাহাদাত মিজানকে হাতুড়ি দিয়ে আঘাত করলে মিজান ঘটনাস্থলেই নিহত হয়। পরে এলাকার লোকজন শাহাদাতকে আটক করে টঙ্গিবাড়ী থানা পুলিশে দিয়েছে।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। ঘাতক শাহাদাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।