বাবু হাওলাদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখা’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর ২টা সময় উপজেলা মডেল মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩০শে অক্টোবর ২০২৪ খতমে নবুওয়াত মহা সম্মেলন সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর ও মধুপুর পীর সাহেব মাওলানা আবদুল হামিদ,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দ এর খতমে নবুওয়াত শাখা’র প্রধান মাওলানা শাহ আলম গৌরবপুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা চেয়ারম্যান ধীপুর ইউনিয়ন পরিষদ, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ জেলা সভাপতি ও পীর সাহেব পয়সা মাওলানা আহমাদুল্লাহ,খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির জেলা সিনিয়র সহ সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান,খতমে নবুওয়াত সিনিয়র সহ সভাপতি মাওলানা সাইফুল্লাহ, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির জেলা সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ ইসহাকী,খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির জেলা সহ সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আবুল হাসান।খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি টঙ্গীবাড়ী উপজেলা শাখা’র সভাপতি মাওলানা আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আহসানুল্লাহ ফরাজীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবদুল বাঢ়ী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,খতমে নবুওয়াত উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মিসবাহুদ্দীন সিদ্দিক, কাইচাইল মাদ্রাসা নায়েবে মুহতামিম মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তোফায়েল আহমেদসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ।