বাবু হাওলাদার,টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)প্রতিনিধি: আস্হার সাথে সাফল্যের শীর্ষে ৩০ বছরে আল- আরাফাহ ইসলামী ব্যাংক এই স্লোগান কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও বাজার শাখায় ব্যাংকের ৩০ তম জন্মদিন উদযাপন করা হয়েছে, ২৯ সেপ্টেম্বর , রবিবার সকাল ৯ টায় উক্ত শাখার ম্যানেজার মোঃ আব্দুল মুহিত এর সভাপতিত্বে ও এক্সিকিউটিভ অফিসার মেহেদী হাসান এর সঞ্চালনায় এ জন্মদিন উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিগাও আমজাদ আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম আনিসুল হক। এসময় কোরআন থেকে তেলোয়াত ও ব্যাংকের সার্বিক উন্নয়নে দোয়া করেন বালিগাও কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা, মুফতি আলমগীর। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আলীম বিন আজহার যশোরী, বিশিষ্ট ব্যাবসায়ী শাহজাহান সাগর, মোঃ রনি শেখ, মোঃ অলিউদ্দীন, সাইফুল ইসলাম ওয়াসি, মাকসুদ আলম অপু, বাবুল বেপারী, বিপ্লব বেপারী, মনির বেপারী, আব্দুর রশীদ খান সহ স্হানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭