ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

কোটা সংস্কার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের দাবিতে স্মারকলিপি আন্দোলনকারীদের


সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগে কোটা ব্যবস্থার ‘সংস্কার’ সংক্রান্ত মামলার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সোমবার বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই স্মারকলিপি তুলে দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। স্মারকলিপিতে বলা হয়, ‘আন্দোলনকারীদের অংশগ্রহণ ছাড়াই ২১শে জুলাই ৯৩% মেধা এবং ৭% কোটা রেখে আপিল বিভাগে মামলার নিষ্পত্তি হয়। হাইকোর্ট এবং আপিল বিভাগে সমাধান হলেও রিভিউ এখনো বাকি আছে। আপিল বিভাগের ফুলবেঞ্চের সংক্ষিপ্ত রায় প্রদান করা হলেও পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি। সংক্ষিপ্ত রায়ে কিছু ভুল-ত্রুটি এবং বিচ্যুতি আছে। ফলে কোটার ব্যবস্থা চূড়ান্ত সমাধান হয়নি। এ সময় রিভিউ এর মাধ্যমে কোটার ব্যবস্থা চূড়ান্ত সমাধান করতে অবিলম্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন তারা।

স্মারকলিপি জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন- আইনজীবী টিমের সদস্য এডভোকেট কেএম সাইফুল ইসলাম, কোটা সংস্কার আন্দোলনের আইন ও আদালত সেলের প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল আহমদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোল্যা রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক মুনতাসির মাহমুদ, তেজগাঁও কলেজের ছাত্রী আলেয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইব্রাহিম প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।