নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনের আগে তার প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসের বিপক্ষে আরেকটি প্রেসিডেনশিয়াল বিতর্ক বাতিল করেছেন। ফিলাডেলফিয়ায় এই জুটির প্রথম বিতর্কের দুই দিন পরে - হ্যারিস আরেকটি প্রেসিডেনশিয়াল ডিবেট চেয়েছিলেন। কারণ প্রথম বিতর্কেই তিনি ‘স্পষ্টভাবে’ জিতেছিলেন বলে মত বিশ্লেষকদের ।
মঙ্গলবারের প্রতিদ্বন্দ্বিতার পরে নেওয়া বেশ কয়েকটি তাত্ক্ষণিক জরিপ মোতাবেক ভোটাররা মনে করেন কমালা হ্যারিস তার রিপাবলিকান প্রতিপক্ষের চেয়ে ভাল পারফরম্যান্স করেছেন।
এদিকে ট্রাম্প মনে করছেন যে, হ্যারিসের তার ভাইস-প্রেসিডেন্ট হিসাবে তার কাজের উপর ‘ফোকাস’ করা উচিত। জরিপ বলছে, নির্বাচনের আগে মাত্র দুই মাস বাকি থাকতেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
উভয়ই এবিসি নিউজে মঙ্গলবারের ৯০ মিনিটের বিতর্কের পরে জয়ের দাবি করেছেন। বিতর্কে ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণে বিদ্ধ করেছেন হ্যারিস । এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলা।
এদিকে ট্রাম্প এবং তার সমর্থকরা দুই এবিসি সাংবাদিককে হ্যারিসের পক্ষে অন্যায্য এবং পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন, যারা বিতর্কটি পরিচালনা করেছিলেন। নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ রিপাবলিকান নেতাকে লিখতে দেখা গেছে, ‘পোল থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, মঙ্গলবার রাতে ডেমোক্র্যাটদের অতি বাম প্রার্থী কমরেড কমালা হ্যারিসের সঙ্গে ডিবেটে আমি জিতেছি। এবং এবার উনি দ্বিতীয় ডিবেট চাইছেন। কিন্তু কোনও ডিবেট হবে না।’
সাবেক প্রেসিডেন্ট বৃহস্পতিবার অ্যারিজোনায় একটি সমাবেশ করেছেন এবং টেলিমুন্ডো অ্যারিজোনাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। হ্যারিসের সাথে দ্বিতীয় বিতর্ক সম্পর্কে তিনি বলেন, 'আমি এটার প্রয়োজন মনে করি না। কারণ আমি মনে করি আমরা সবকিছু নিয়ে আলোচনা করেছি।' এদিকে হ্যারিসের প্রচারণা টিম বলছে, 'ভাইস-প্রেসিডেন্ট হ্যারিস দ্বিতীয় বিতর্কের জন্য প্রস্তুত। ডনাল্ড ট্রাম্প কি চাইছেন ?
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭