ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

ঈশ্বরদীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত


সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ ঈশ্বরদীতে বয়স্কভাতার জন্য ইউনিয়ন পরিষদে সাক্ষাৎকার দিয়ে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইসাহক আলী শেখ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের ভাদুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসাহক আলী শেখে ঈশ্বরদীর মাজদিয়া স্কুল পাড়ার মরহুম আইজুদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে সাইকেলে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে সাঁড়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার জন্য সাক্ষাৎকার দিতে যান ইসাহক আলী শেখ। সেখান থেকে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের ভাদুর বটতলা এলাকায় সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।