নিজস্ব প্রতিনিধি: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কনস্টান্টিনোভস্কি প্রাসাদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউক্রেন সফরের আড়াই সপ্তাহ পর রাশিয়া সফরে গেছেন অজিত দোভাল। শোনা যাচ্ছে, তার পকেটে রয়েছে ইউক্রেন শান্তি পরিকল্পনা। ভারতে অবস্থিত রুশ দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে বৈঠকের ছবি ও ভিডিও। ছবিতে ভ্লাদিমির পুতিন এবং অজিত দোভালকে হাত মেলাতে দেখা গেছে। ঠিক কী কী কথা হয়েছে তাদের মধ্যে তা বিশদে জানা না গেলেও জানা গেছে, পুতিন জানিয়েছেন তিনি এবছরের শেষে কাজানে হতে চলা ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। বৈঠকের ফাঁকেই আগামী ২২ অক্টোবর দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি। এর আগে, প্রধানমন্ত্রী মোদির মস্কো সফরের সময় দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেগুলি বাস্তবায়নের কাজ কতদূর এগোলো এবং ভবিষ্যতের রূপরেখা তৈরি করা হবে অক্টোবরের বৈঠকে, এমনটাই জানিয়েছে রাশিয়ান দূতাবাস। পুতিনকে উদ্ধৃত করে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, “আমরা আমাদের ভালো বন্ধু নরেন্দ্র মোদির জন্য অপেক্ষা করছি এবং তাকে স্বাগত জানাচ্ছি।”
সূত্রের খবর, অজিত দোভালের এই রুশ সফরের লক্ষ্যই হল রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিরসন। প্রধানমন্ত্রী মোদির শান্তি পরিকল্পনা নিয়েই তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে গেছেন বলে জানা গেছে। শুধু পুতিনের সঙ্গেই নয়, বুধবার সেন্ট পিটার্সবার্গে রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন অজিত দোভাল।
‘পারস্পরিক স্বার্থের’ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনে আলোচনা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির যে আলোচনা হয়েছিল, তা নিয়ে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গত আগস্ট মাসেই ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ থামাতে মস্কোর সঙ্গে বৈঠকে বসার জন্য কিয়েভকে পরামর্শ দিয়েছিলেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭