আশুলিয়ায় মতবিনিময় সভা ও ডেঙ্গু সচেতনতা মূলক র্যালি অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধিঃ সাভারে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইয়ারপুর ইউনিয়নের পল্লী চিকিৎসক ও কেমিস্টদের মতবিনিময় এবং ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার জামগড়ার ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে নাভানা ফার্মাসিউটিক্যাল্স'র ঔষধ কোম্পানির উদ্যোগে এই সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি নাভানা ফার্মাসিউটিক্যাল্স'র সিনিয়র সেল্স ম্যানেজার সনজিত দেবনাথ এর উপস্থিতিতে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাহিদ হাসান শিকদার।
ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলী খাঁন পাপ্পু'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভানা ফার্মাসিউটিক্যাল্স'র এসিস্ট্যান্ট সেল্স ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রাহমান, এমএ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম পাঠান।
সবশেষে ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতামূলক একটি র্যালীর আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭