নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর থেকে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরই মধ্যে পুরো দলকে নিজ বাসভবন যমুনায় সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এবার ক্রিকেটারদের বিশাল অঙ্কের আর্থিক বোনাস দিচ্ছে সরকার। আগামীকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শান্ত-লিটন-মিরাজদের হাতে এই বোনাস তুলে দিবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
একটি সূত্রে জানা যায়, বোনাসের পরিমাণ ৩ কোটি ২০ লাখ টাকা। সাধারণত কোনো বড় দলের বিপক্ষে সিরিজ জিতলে বিসিবি বোনাস দিয়ে থাকে। এছাড়া টেস্ট পঞ্চম দিনে গড়ালেও বাড়তি অর্থ পান ক্রিকেটাররা। তবে এবার বিসিবি এখনও এমন ঘোষণা না দিলেও সরকার সেটা দিচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। টেস্টে এর আগে তাদের বিপক্ষে কোনো জয় ছিল না টাইগারদের।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭