আপন সরদার মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে ভূল তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সভাপতি আলী আসগর রিপন মল্লিক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব শফিউদ্দিন মিলনয়াতনে এসংবাদ সম্মেলন করেন তিনি।
রিপন মল্লিক দাবি করেন, রাজনৈতিক মাঠ দখলের নামে তার বিরুদ্ধে ফেসবুক, ইউটিউব ও একটি পত্রিকায় ভূল তথ্য প্রকাশ করা হচ্ছে। এছাড়াও উপজেলা পদ্মা নদীতে বালু উত্তোলনে নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। তবে এসব ঘটনায় কোন সম্পৃক্ততা নেই। নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উল্টো জেলা প্রশাসনের কাছে বারবার ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন। ছাত্রদের নিয়েও কাজ করছেন তিনি।প্রকৃত দোষীদের বিরুদ্ধে দল থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মূলত তার ও বিএনপির সম্মানহানী করার জন্য একটি পক্ষে এসব কর্মকাণ্ড করছে। এমন অবস্থায় সাংবাদিকদের প্রতি মিথ্যার বিরুদ্ধে সত্য তুলে ধারা আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেন মোল্লা উপজেলা উপজেলা যুবদলের আহাবায়ক আনিছ বেপারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম ছেন্টু ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।