ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪

রাইসির হেলিকপ্টারেও পেজার বিস্ফোরণ ঘটেছিল!


সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  লেবাননে একত্রে কয়েক হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় ৩৫ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। হিজবুল্লাহর তরফে দাবি করা হয়েছে এই ঘটনার পিছনে হাত রয়েছে ইসরাইলের। যদিও ইসরাইল এই ইস্যুতে একটি শব্দও খরচ করেনি। এবার এই পেজারের সঙ্গে গত মে মাসে প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর যোগ খুঁজে পেল ইরান।চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ইব্রাহিম রাইসির। এই মৃত্যুর ঘটনায় এবার বিস্ফোরক দাবি করলেন ইরানের সংসদ সদস্য আহমদ বখশিস আর্দস্তানি।

আর্দস্তানি জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল। যা ইসরাইল জানত। তার ধারণা, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরাইল হয়ত তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল।

আর্দস্তানি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে ইসরাইল জানতে পেরেছিল প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন। তার ধারণা, আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখন হয়ত ইসরাইল তার পেজারে বিস্ফোরণ ঘটায়। কট্টর ইসরায়েল বিরোধী হিসাবেই আজীবন পরিচিত ছিলেন রাইসি। গত অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরাইল সংঘাতের পর থেকে আরও বেড়েছিল সেই বিরোধিতা। সেই জন্যই কপ্টার দুর্ঘটনার নেপথ্যে ইসরাইলের ভূমিকা রয়েছে কিনা, শুরু হয় সেই জল্পনা। যদিও প্রাথমিক তদন্তে জানা যায় খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনার কবলে পড়েছিল রাইসির হেলিকপ্টার।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।