নিজস্ব প্রতিনিধি: কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রদলের “সহ-সাধারন সম্পাদক’ রুহুল আমিন প্রধান এর নেতৃত্বে বন্যায় দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। রবিবার জেলার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। ত্রাণসামগ্রী দেওয়ার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন, শিশুখাদ্যসহ আর্থিক সহায়তা প্রদান করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুর্গত মানুষের কাছে ছুটে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় এই নেতা। এ সময় কুমিল্লা জেলার বুড়িচং ছাত্রদলের নেতাকর্মীসহ এসব ত্রাণসামগ্রী প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের ‘প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ, সাবেক সহ-সাংগঠনিক সোহেল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আব্দুল্লাহ অর রিয়াদ, তারেকুজ্জামান তারেক, বায়জিদ, আমান উল্লাহ আমান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা ছাত্রদল নেতা এমদাদ হোসেন, মো: রোমান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহব্বায়ক সদস্য সাইফ সজিব সহ বুড়িচং এর স্থানীয় ছাত্রদলের নেতারা।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন রুহুল আমিন প্রধান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বন্যার শুরু থেকেই বানভাসি মানুষের পাশে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছে। যেখানে মানুষ যাওয়ার সাহস করে না সেখানেই আমরা ছুটে যাচ্ছি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে।