ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

উপাসনালয়ে শারীরিক সম্পর্ক, অস্ট্রেলিয়ান গ্রেপ্তার


সেপ্টেম্বর ৪, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  জাপানে একটি উপাসনালয়ের ভিতরে গত মাসে এক নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে অস্ট্রেলিয়ার ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার স্থানীয় পুলিশ বলেছে, ২২শে আগস্ট কেসেনুমাতে অবস্থিত উপাসনালয়ে ৪০-এর কোটায় বয়সী এক নারীর সঙ্গে ওই সম্পর্ক স্থাপন করেন ওই ব্যক্তি। এ ঘটনা ঘটে রাজধানী টোকিও থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে উপকূলীয় ওই ছোট্ট শহরে। এর ফলে তাদেরকে উপাসনালয়ের মযাদাহানীর অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। পুলিশ বলেছে, অস্ট্রেলিয়ান ওই ব্যক্তি ফ্লাইট ধরে চলে যাবেন এই আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু নারীটির এমন কোনো সম্ভাবনা না থাকায় তারা তাকে গ্রেপ্তার করেনি। পরে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে ওই নারীকে। তাকে কি ধরনের শাস্তি দেয়া হবে সে বিষয়ে পরিষ্কার জানাতে পারেনি পুলিশ। এমনকি তিনি পর্যটক নাকি জাপানের অধিবাসী তাও স্পষ্ট হতে পারেনি তারা।

এমন সব ঘটনায় সব সময় অভিযুক্তকে জোর করে দেশ থেকে বের করে দেয়া হয় না। অনেক সময় তাদেরকে জরিমানা করা হয়। এ ধরনের ঘটনা জাপানে বিরল। তবে যারা এসব অপরাধে লিপ্ত হন তাদেরকে গ্রেপ্তার করা হয়। গত বছর নারা শহরে ইউনেস্কোর তালিকাভুক্ত একটি উপাসনালয়ের কাঠের খুঁটিতে হাতের নখ দিয়ে ‘জুলিয়ান’ নাম খোদাই করে লেখার অভিযোগে কানার ১৭ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ ধরে জিজ্ঞাসাবাদ করে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।