ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

ইউক্রেনে হামলার জবাবে পোল্যান্ডের যুদ্ধবিমানের মহড়া


সেপ্টেম্বর ৪, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিবে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। এরপর ন্যাটো সদস্য পোল্যান্ড তার যুদ্ধবিমানকে প্রস্তুত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, লাভিভে হামলার পর মঙ্গলবার রাতভর পোলিশ ও মিত্রবাহিনীর যুদ্ধবিমান আকাশে চক্কর দিয়েছে। আট দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ন্যাটোর এই সদস্য দেশ নিজের প্রতিরক্ষা সক্রিয় করলো। রাশিয়ার হামলায় লাভিভে কমপক্ষে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলায় তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে শহরটির কেন্দ্রীয় অংশে ঐতিহাসিক ভবনগুলো ধ্বংস হয়ে গেছে। লাভিভ শহরের মেয়র অ্যানড্রিই সাদোভি বলেছেন, নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোতে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, স্কুল, বাসা, ক্লিনিক সহ কমপক্ষে ৫০টি স্থাপনাকে ধ্বংস করে দেয়া হয়েছে।

ওদিকে এক্সে পোল্যান্ডের সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড বলেছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার হামপার পর পোলিশ ও মিত্রদের যুদ্ধবিমান আকাশে টহল দিয়েছে। মঙ্গলবার রাতটা ছিল তাদের জন্য আরেকটি ব্যস্ত রাত।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।