ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪

আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কোনো অবস্থাতেই ছাড় নয়


সেপ্টেম্বর ২১, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পার্বত্য চট্টগ্রামে চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে তারা যদি আবার আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করে, তাহলে তাদের যে হাত সেটা ভেঙে দেয়া হবে। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করবো। আইনশৃঙ্খলা যাতে উন্নতি হয়, সেজন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন।’

আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তাদের সহযোগিতা  করবেন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। জনগণকে বোঝাবেন যাতে আইনশৃঙ্খলা অটুট থাকে।’

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে এদিন সকালে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চলমান উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে রাঙ্গামাটিতে পৌঁছান অন্তর্বতীকালীন সরকারের তিনজন উপদেষ্টা।

উল্লেখ্য, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন। এছাড়া সংঘর্ষের সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।