ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪

১৪ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু


আগস্ট ১, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ১৪ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি বড় শহর থেকে আশপাশের গন্তব্যে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে।রাজধানীর কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুটি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। আজ আরও কয়েকটি ট্রেন কমলাপুর ছেড়ে যাবে। বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকা থেকে তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, তুরাগ কমিউটার, কর্নফুলী কমিউটার ও নারায়ণগঞ্জ কমিউটার চলাচল করবে।একইভাবে চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার ও নাজিরহাট কমিউটার; ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ এবং ঝারিয়া রুটে লোকাল ট্রেন চলাচল করবে। এই ট্রেনগুলো দুইদিক থেকেই চলাচল করে।এছাড়া রেলওয়ে পশ্চিমাঞ্চলের খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-রহনপুর, খুলনা-বেনাপোল, বেনাপোল-মোংলা, রাজবাড়ী-ভাঙ্গা এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে ১২টি লোকাল ট্রেন চলাচল করবে।
তবে আন্তঃনগর ট্রেন কবে থেকে চলবে সেই বিষয়টি এখানো জানা যায়নি। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।