ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪

সুন্দরগঞ্জে ৫ কেজি গাঁজা ১টি মোটরসাইকেলসহ গ্রেফতার ২ জন


আগস্ট ২১, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইরান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনা মোতাবেক সুন্দরগঞ্জ থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম পিপিএম, এর সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়া মৌজাস্থ কাশেম বাজার খেয়া ঘাট হতে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বেলদহ গ্রামের মৃত মফিজুল ইসলামের পুত্র মোঃ আরিফুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেন। পাশাপাশি তার নিকট থেকে ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন পুলিশ।

অপরদিকে এসআই (নিঃ) মোঃ ইমরান খান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোদ্দা গ্রামে অভিযান চালিয়ে মোঃ রেজাউল হক (৩৫), পিতা-মৃত আব্দুল হক মণ্ডলের বাড়ির সামনের কাঁচা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কিশামত শিমুলতলী গ্রামর ফরজ আলীর পুত্র মোঃ শাহিন আলম (২২) এর মোটরসাইকেলটি তল্লাশী করলে মোটরসাইকেলের সীট কভারের নিচ হতে সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতর ০১ (এক) কেজি গাঁজা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি সহ তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে থানা অফিসের ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান, এখন থেকে পূর্বের ন্যায় সকল অভিযান কার্যক্রম পুরোদমে চালমান থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।