ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০২৪

মঙ্গলবার সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে


আগস্ট ৫, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।সোমবার রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, (সোমবার) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত,বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা,বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এর আগে বিদায়ী সরকারের প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছিল। সরকার পদত্যাগ করায় আইএসপিআর’র পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।