ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় চিকিৎসকের হাত, পা, মুখ বেঁধে ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেট কার সহ এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।গত মঙ্গলবার উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহের ভালুকার চিকিৎসক সাদ্দাম হোসাইন কর্মস্থল মাওনা থেকে সিএনজি যোগে স্কয়ার মাস্টারবাড়ি নামে। পরে বাসায় ফেরার উদ্দেশ্যে মাস্টারবাড়ি দাঁড়িয়ে থাকার সময় সাদা রঙের একটি প্রাইভেট কারে তুলে কিছুদূরযাওয়ার পর প্রাইভেট কারে আগে থেকে থাকা কয়েকজন ছিনতাইকারী তার হাত, পা ও মুখ বেঁধে গলায় ছুড়ি ধরে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।পরে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এসে গাড়ি থেকে ফেলে চলে যায়। পরে সাদ্দাম হোসেন থানায় অভিযোগ করলে জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় একজনকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় ছিনতাইকারীর সাথে থাকা (ঢাকা মেট্রো গ-২৯-৮৪৮২) প্রাইভেট কার জদ্ধ করা হয়।আটককৃত ছিনতাইকারী মাদারীপুর জেলার কালকিনি থানার মৃত আফসার হাওলাদারের ছেলে আল-আমীন (৫২)।ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার রাতে সাদ্দাম হোসাইন কর্মস্থল শামীম চক্ষু হাসপাতাল থেকে ফেরার পথে স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ডে নামে। সেখানে ছিনতাইকারীরা একটি প্রাইভেটকারে তাকে তুলে হাত, পা ও মুখ বেঁধে গলায় ছুড়ি ধরে নগদ ত্রিশ হাজার টাকা ও মোবাইল ফোনে থাকা ৭৫ হাজার টাকা নেওয়ার পর মেহেরাবাড়ী এলাকায় তাকে রাস্তার পাশে ফেলে দেয়।এসময় বৈষম্য বিরোধী ছাত্ররা প্রাইভেটকারসহ আল- আমীন হাওলাদারকে আটকের পর পুলিশে খবর দেয়। আটককৃত আল-আমীন মাদারীপুর জেলার কালকিনি থানার মৃত আফসার হাওলাদারের ছেলে।