ঢাকাবুধবার , ৭ আগস্ট ২০২৪

পদত্যাগ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আলম


আগস্ট ৭, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান। আজ দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন এর নিকট পদত্যাগপত্র পাঠান নূরুল আলম। আবু হাসান বলেছেন, উপাচার্য মো. নূরুল আলম ব্যক্তিগত ও পারিবারিক কারণে আজ দুপুরে পদত্যাগপত্র মেইল করেছেন। আমি সব ফর্মালিটিজ শেষে মহামান্য রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে পাঠিয়েছি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়-অন্যতম প্রধান ভূমিকা রেখেছিলেন জাবির শিক্ষার্থীরা। কিন্তু শেখ হাসিনা সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে চরম নিপীড়ন চালায়। এ সময় তার ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ হন নূরুল আলম। এর আগে ৫ই আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মো. নূরুল আলমেরও পদত্যাগের দাবি ওঠে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।