ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর গ্রেফতার এর খবরে ভেড়ামারায় মিষ্টি বিতরণ।


আগস্ট ২৭, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান (ভেড়ামারা) প্রতিনিধি: সৈরাচার রক্ত-পিপাসু হাসিনা সরকার এর অন্যতম দোষর ও সহযোগী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। হাসিনা সরকার এর সকল অন্যায় অত্যাচার এর দৃশ্যমান সহযোগী হল এই ইনু।বারবার অবৈধভাবে সংসদ সদস্য হয়েছেন ভেড়ামারা-মিরপুর তথা কুষ্টিয়া ২ আসন থেকে। ভেড়ামারা -মিরপুর এর আপামর জনগণ এর ভোটের প্রয়োজন হয়নি বলেই অত্যাচার নির্যাতন মেতে উঠে হাসানুল হক ইনুর জাসদ গণবাহিনী।এহেন অপরাধ নাই যে জাসদ গণবাহিনী করেন নাই। অত্যাচারী হনুর গ্রেফতার এর খবরে ভেড়ামারায় নেমে আসে আনন্দের বন্যা তারই অংশ হিসেবে ভেড়ামারার সাধারণ জনগণের মাঝে মিষ্টি বিতরণ করে, ভেড়ামারা উপজেলা যুবদল।এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক মো: শামীম রেজা, সদস্য সচিব মো: মোশাররফ হোসেন, যুগ্ম আহবায়ক মো: মনিরুজ্জামান রুবেল, মো: বিপ্লব হোসেন, সিজার,উজ্জ্বল, তুষার, শাহান। পৌর যুবদলের আহবায়ক মো: জিন্নাহ হোসেন, সদস্য সচিব মো: নজিবুল হক সুমন, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।