ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪

ছাত্রশিবিরকে নিষিদ্ধের ঘোষণায় আগুনে ঘি ঢাললো সরকার: জাগপা ছাত্রলীগ


আগস্ট ১, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  চলমান কোটা সংস্কার  আন্দোলন ইস্যুতে  আওয়ামী বাহিনী কর্তৃক চালানো গণহত্যা, গণগ্রেফতার ও নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে উত্তাল অগ্নিস্ফুলিঙ্গ, রক্তে-বারুদ অবস্থা বিরাজ করছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে   ছাত্র সংগঠন ছাত্রশিবিরকে নিষিদ্ধের ঘোষণায় আগুনে ঘি ঢালার মত।  যখন দেশের লাখ লাখ ছাত্রসমাজ ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদমুখর, তখন ছাত্রশিবিরকে বেআইনিভাবে নিষিদ্ধের ঘোষণা দেশের চলমান সংঘাতময় পরিস্থিতি আরও ঘনীভূত করবে। সরকারের এমন হঠকারি সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী ও সাধারণ সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র সরকার।এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত ১৫ বছরের অধিক সময় ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশবাসী হারিয়েছে তাদের ভোটাধিকার, বাকস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা। নেই কোনো নিরাপত্তা, নেই আইনের শাসন। সীমাহীন দুর্নীতি, লুটপাট, গুম, খুন, ধর্ষণ ও সন্ত্রাসের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্য কায়েম করেছে বর্তমান অবৈধ আওয়ামী সরকার। মুক্তিযুদ্ধের চেতনার দোহায় দিয়ে জনগণের মধ্যে বিভাজন রেখা টেনে দিয়ে বৈষম্য তৈরি করা হয়েছে।চরম বৈষম্যপীড়িত মেধাবী শিক্ষার্থীরা যখন তাদের ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় নেমেছে তখন তাদের ওপর চালানো হয়েছে ইতিহাসের নির্মম গণহত্যা। সেই গণত্যার দায় থেকে মুক্তি পেতে সরকার এর সকল দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে ছাত্রশিবিরসহ বিরোধী দল ও মতের ওপর। মিথ্যা অভিযোগ তুলে ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে যে চক্রান্ত করা হচ্ছে তা হবে আওয়ামী লীগের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত। এমন হঠকারি সিদ্ধান্ত চলমান সংকট নিরসনের পরিবর্তে আরও ঘণীভূত করবে।আমরা সরকারের প্রতি উদাত্ত আহবান জানাই, দেশের ক্লান্তিকালে ছাত্রশিবির নিষিদ্ধের ঘোষণা করে আগুনে ঘি ঢালবেন না।আমরা ছাত্রশিবিরের বেআইনি নিষিদ্ধ ঘোষণার তীব্র ও নিন্দা ও ধিক্কার জানায়। কোনো সংগঠনকে কোনো একটা রাজনৈতিক দলের সিদ্ধান্তে নিষিদ্ধ করা যায় না, এটা বেআইনি, এখাতিয়ারবহির্ভূত ও অনধিকার চর্চা। প্রকৃতপক্ষে নিষিদ্ধ করে কোনো মতাদর্শকে দাবিয়ে রাখা যায় না।নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ নয়; বরং আদর্শকে আদর্শিকভাবে মোকাবেলা করুন এবং বেআইনি নির্বাহী নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করুন। সেইসাথে দেশব্যাপী চলমান আন্দোলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া মেনে নিয়ে দেশের শান্তিশৃংখলা ফিরিয়ে আনার আহবান জানাচ্ছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।