মাহফুজুল হকঃ ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অন্তর্বর্তী সরকারের অধীনে আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জয়ী হতে এখন থেকেই বিএনপি নেতাকর্মীদের জনগণের মন জয় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর যাবত শুধুমাত্র বিএনপি নেতা কর্মীরাই নন বাংলাদেশের সাধারণ মানুষও নিপীড়িত ও নির্যাতিত ছিল। তাই এই নির্যাতিত ও নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে হবে আমাদের।
আজ ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার নয়াপল্টনস্থ ভাসানী মিলন আয়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানভীর আহমেদ রবিন নেতাকর্মীদের যে কোন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন , এ দেশটা আমাদের সকলের শান্তি প্রিয় জনগণের,তাই মুষ্টিমেয় কিছু দুর্বৃত্তের অপকর্মের জন্য অর্জিত বিজয় নস্যাত হতে দেয়া হবে না।
সভায় বিএনপি – ঢাকা মহানগরের সাবেক নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় আগামী পহেলা সেপ্টেম্বর দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনারম্বর এবং ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালনের জন্য সকলের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।
বার্তা প্রেরক
সাইদুর রহমান মিন্টু
সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত,
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ।