ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

নতুন রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ করতে চান প্রবাসীরা


আগস্ট ২৭, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  ছাত্র-জনতার আন্দোলনের ফলে গঠিত নতুন সরকারকে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করতে পর্যাপ্ত সময় দেয়ার ব্যাপারে প্রবাসীরা মতামত ব্যক্ত করেছেন। একইসঙ্গে নতুন রাষ্ট্র সংস্কারে তাদের অংশগ্রহণের আগ্রহও প্রকাশ করেন তারা।গতকাল (২৬ আগস্ট) লন্ডনের স্থানীয় একটি হোটেলে সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৪ অনুষ্ঠানে এ আগ্রহ প্রকাশ করেন প্রবাসীরা। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার সাইফউদ্দিন খালেদ।এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে ও ওয়াদুদ আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ মাহমুদ হোসেন।এছাড়া দেশে প্রবাসীদের সহায় সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানের লাগসই পদক্ষেপ গ্রহণের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। উপস্থিত বয়োবৃদ্ধ প্রবাসী নেতৃবৃন্দ পাওয়ার অব অ্যাটর্নি জটিলতা নিরসন ও এনআইডি কার্ড প্রাপ্তি সহজীকরণের জন্য নতুন সরকারের কাছে আহ্বান জানান। আর্থিক খাতে লুটপাটকারী ও বিদেশে অর্থপাচারকারীদের ব্যাপারে দলমত নির্বিশেষে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নবগঠিত অন্তর্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানান প্রবাসীরা।বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ব্যারিস্টার আতাউর রহমান, সাবেক মেয়র সের্ওয়ান চৌধুরী, সাবেক মেয়র সয়ফুল আলম, সাবেক মেয়র পারভেজ আহমদ, সাবেক স্পীকার আয়াস মিয়া, সাবেক স্পিকার সাবিনা আখতার, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, মাহমুদ হাসান এমবিই, কমিউনিটি নেতা মুহিবুর রহমান ও আনোয়ার আহমদ, একাউটেন্ট রফিক হায়দার, শিক্ষক নেতা আব্দুল ওয়াদুদ মুকুল, ডাঃ জাকি রিজওয়ানা আনোয়ার, সমাজসেবী সেলিম আহমদ, সাংবাদিক রহমত আলী, ব্যারিস্টার কুতুব উদ্দীন শিকদার, অধ্যাপক নুরুজ্জামান, ইতালি প্রবাসী নুরুল আমিন, তরুণ পেশাজীবী ফরহাদ আহমদ, সাংবাদিক ও গবেষক ডঃ আনছার আহমদ উল্লাহ , ব্যবসায়ী হেলাল রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আফজল হোসেন, সাংবাদিক কামরুল হাই রাসেল, ফ্রান্স প্রবাসী হাজী হাবিব, সাংবাদিক রেজাউল করিম মৃধা, অধ্যক্ষ ফখর উদ্দীন চৌধুরী, কাজী খালেদ প্রমুখ।অনুষ্ঠানে ২০২৩ সালে ব্রান্ডিং বাংলাদেশ কাযর্ক্রমে বিশেষ অবদান রাখার জন্য লন্ডন প্রবাসী আবুল হোসেনকে ব্রান্ডিং এওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।