ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

ঝিনাইদহে বিভিন্ন স্থানে খুন ,হানাহানি ,অগ্নি সংযোগ ,লুটপাট দোকানপাট ভাঙচুরে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে সাংবাদিক সম্মেলন করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।


আগস্ট ১০, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:  রোজ শনিবার ১০ই আগস্ট ২০২৪ বেলা সাড়ে ১০টায় ঝিনাইদহে ফ্যামিলি জোনে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে খুন মারামারি অগ্রসংযোগ লুটপাট দোকানপাট ভাঙচুর এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন ঝিনাইদহ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সাংবাদিক সম্মেলনে ঝিনাইদহ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক বৃন্দ উপস্থিত ছিলেন। সকল সমন্বয়কের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এলমা খাতুন।সংবাদ সম্মেলনে তিনি বলেন ছাত্রদের দীর্ঘ আন্দোলন ,অসংখ্য ছাত্র জনতার নির্মম নির্যাতন, শহীদি মৃত্যুবরণ এর মাধ্যমে এ দেশ থেকে স্বৈরশাসক হাসিনার পতন হয়েছে। এদেশের শিক্ষার্থীরা সত্যিকার একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এই আন্দোলনে সফল করেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সারাদেশের ন্যায় ঝিনাইদহে রাজপথে থেকে তৎকালীন শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন চলমান রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ শাখা। আপনারা আমাদের এই আন্দোলনে ক্যামেরার পিছন থেকে কেউ কলম দিয়ে স্বৈরাচার বিরোধী সংগ্রামকে সফলতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ বিশেষ কোনো রাজনৈতিক সংগঠনের আজ্ঞাবহ না থেকে গণমানুষের পাশে থাকবেন শিক্ষার্থীদের স্বপ্নের দেশ গঠনের নেপথ্য সঙ্গী হিসেবে দৃঢ়তার সাথে পাশে দাঁড়াবেন।সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন আমরা গভীরভাবে উদ্বিগ্ন , স্বৈরাচার পতনের পর ঝিনাইদহের বিভিন্ন স্থানে হানাহানি ,দখল, প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুরসহ নানান রকম নৈরাজ্য সংগঠিত হচ্ছে। এমন ক্ষয়ক্ষতিতে আমরা ছাত্র সমাজ দারুন ব্যথিত। বিশেষ কোনো দলের সুবিধার দেওয়ার জন্য এই আন্দোলন গড়ে ওঠেনি। একই সাথে লক্ষ্য করেছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশবাহিনী কর্ম বিরতি পালন করছে। যা চলমান সংকটের জন মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা অনতি বিলম্বে পুলিশের দায়িত্ব ফেরার আহ্বান জানাচ্ছি। এত রক্ত ও জীবনের বিনিময়ে ছাত্ররা যে বৈষম্য বিহীন রাষ্ট্রের স্বপ্ন দেখলো তা অল্পদিনের মধ্যে বিনষ্ট করার পাঁয়তারা লক্ষ করেছে। এখনো রাস্তায় শহীদের রক্ত লেগে আছে। অথচ স্বার্থন্বেষী মহল নতুন বাংলাদেশ গড়ার কর্মকাণ্ডে ভূমিকা না রেখে নিজেদের স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত।তিনি আরো বলেন আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা পুলিশকে অবগত করছে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সকল কার্যক্রমের পর্যবেক্ষণ করবেন, বিশেষ করে দুর্নীতি, স্বজন প্রীতি এ সকল বিষয়ে প্রতিরোধে সোচ্চার হবে সেই সাথে উল্লেখযোগ্য দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান (পত্রিকার রিপোর্ট অনুযায়ী ) পাসপোর্ট অফিস বিআরটিএ এসিল্যান্ড থানা শিক্ষা অফিস সহ বিভিন্ন অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনসাধারণের স্বার্থে অভিযোগ বক্স স্থাপন করবে এবং অভিযুক্ত ব্যক্তিদের জনগণের নিকট জবাবদিহি এবং ন্যায় বিচারের মুখোমুখি করবে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর সাতটি দাবি সম্মিলিত চিঠি দিয়ে মতবিনিময় করা হয়েছে ।একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে এদেশের ছাত্র জনতা কৃষক পেশাজীবী সাংবাদিক শ্রমজীবী সর্বপরি সকল দল ও ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেছেন। এই সময় আরো উপস্থিত ছিল সমন্বয়ক শারমিন সুলতানা, আবু হুরায়রা, নুসরাত জাহান ,আনিসুর রহমান, সাইদুর রহমান ,সাজেদুর রহমান ,রত্না ,আব্দুল্লাহ আল মামুন, রিহান প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।