ঢাকাশুক্রবার , ২ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সামুর মৃত্যু


আগস্ট ২, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সামিউল ইসলাম সামুর মৃত্যু। তিনি সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সুন্দরগঞ্জ পৌরসাভা ৪নং ওয়ার্ড বাইপাস মোড়ের দলিল লেখক সমিতির সভাপতি লাল মিয়ার পুত্র। তিনি এক পুত্র সন্তানে জনক ছিলেন।শুক্রবার সকাল ৭ ঘটিকায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়,গত বুধবার সকালে তিনি ব্যাক্তিগত কাজে মটরসাইকেল যোগে কুড়িগ্রাম জেলার ফুলবারী উপজেলায় রওনা দিলে ফুলবারী উপজেলার পুলবারী ইউনিয়নের আতিয়ার মোড় নামক স্থানে বিপরীধ দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেদিনই কর্মরত চিকিৎসক তার উন্নত চিকিৎিসার জন্য রংপুর মেড়িকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বুধবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকায় চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী শোক প্রকাশ করেছেন। এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।