ভোরের খবর ডেস্ক: কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ। সকলেই নিজের মতো করে বিচারের দাবিতে সরব হয়েছেন। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে। সেখানে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, এরকমই এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক। গ্রুপের নাম ‘WE WANT JUSTICE’। অভিযোগ, ওই গ্রুপেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছিল। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুরের ছক করা হয়। ওই অডিও ক্লিপটি পরবর্তীতে ভাইরাল হয়ে যায়।
লালবাজার সূত্রের খবর, ধৃত যুবকের নাম শুভম সেনশর্মা। বাঁশদ্রোণী থানার পুলিশ ডানলপ থেকে গ্রেপ্তার করে শুভমকে। টানা জেরায় শুভম দাবি করেন প্রেমিকার মায়ের কথা শুনেই নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিওটি পোস্ট করেছিলেন। পুলিশ শুভম, তার প্রেমিকা ও প্রেমিকার মাকে গ্রেপ্তার করেছে। ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজ চলছে পুলিশ।
সূত্রের খবর, ওই গ্রুপের মোট সদস্য সংখ্যা ৩৬৩। এই ক্লিপের সঙ্গে আর কার যোগ রয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। গ্রুপটি যিনি তৈরি করেছেন, অ্যাডমিনসহ বেশ কয়েকজনকে জেরা করা হতে পারে বলে খবর।