মাহফুজুল হকঃ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল অবসর সাখাওয়াত হোসেন দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।আজ রাত সাড়ে নয়টার দিকে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল অবসর সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের হয়।রিজভী বলেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল অবসরসাখাওয়াত হোসেন ১৯৯১ সালে পাহাড়ি এলাকার দায়িত্বে ছিলেন। সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয় সেটির অনিয়মের কারণে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল মামলা হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে গরুচুরি মামলা মাফ করে দেন। তার অবদান হিসেবেই তিনি ১/১১ সময় বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করেছিলেন। একটি কমিটিও দাঁড় করিয়েছিলেন । তিনি কি সার্থক বা সফল হয়েছিলেন? না।তিনি বলেন, সাখাওয়াত হোসেন একজন বিএনপি বিদ্বেষী মানুষ। তিনি কিভাবে ডঃ মোহাম্মদ ইউনুসের মত নোবেল বিজয়ী সম্মানী মানুষের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন পা ভেঙ্গে দিবেন। সাখাওয়াত সাহেব শেখ হাসিনার ভারী অস্ত্র বন্দুক নির্যাতন করে পা ভেঙ্গেছে কিন্তু বিএনপিকে দুর্বল করতে পারেনি। আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আমাদের নেতাকর্মীদের পাওয়া গেছে বুক গেছে। এরমধ্যে অনেকেই শহীদ হয়েছেন অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। একজন দুজন নয় শত শত। বীর ছাত্রদের আন্দোলনে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিমান করে পালিয়ে গেছে। আপনার মনে থাকা দরকার আমরা ষোল বছরের মাথা নত করিনি। গুম করা হয়েছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তবুও আমরা থেমে যায়নি। আপনি বিএনপিকে বিপর্যস্ত করতে চান। ১/১১ তেই পারেননি, পারবেন ও না। আপনি একটি দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল কবির-সহ নেতৃবৃন্দ।