ঢাকারবিবার , ৪ আগস্ট ২০২৪

সিলেটে গুলিতে নিহত ৩


আগস্ট ৪, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  সিলেটে গোলাপগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভের সময় গুলিতে এক ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদের মধ্যে ২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন- বেলা দুটার দিকে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সামনে ছাত্র ও জনতা বিক্ষোভ বের করে। এ সময় বিজিবি ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। প্রায় দুই ঘন্টা সংঘর্ষের সময় পুলিশ ও বিজিবি টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে। একপর্যায়ে গোলাপগঞ্জ পৌরশহরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামন পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায়ও টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তাজ উদ্দিন, সানি আহমদ ও নাজমুল নামের তিনজন গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন, উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ ও ঢাকা দক্ষিণের নাজমুল। গোলাপগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদর্শন সেন দু’জন মৃত্যুর ঘটনা স্বীকার করেছেন। তিনি বলেছেন- আরো প্রায় ২০ জন হাসপাতালে ভর্তি আছে। স্থানীয়রা জানিয়েছেন- তাজ উদ্দিনের লাশ নিয়ে পৌরশহরে এসে ধারাবহর এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। বিকেল ৫টা পর্যন্ত হাজারো মানুষ গোলাপগঞ্জ শহরে অবস্থান করছিলো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।