মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর হাই স্কুলের সম্পত্তি পুনরুদ্ধারে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষক -শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মালখানগর কলেজ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের আয়োজনে মানববন্ধনে ষষ্ঠ শ্রেনি থেকে দশম শ্রেণিসহ প্রায় ১২ শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহণ করে। এ সময় উপস্থিত শিক্ষকগনের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম ও সহকারি প্রধান শিক্ষক মোঃ ফরিদ মিয়া। স্কুলের সিনিয়র শিক্ষক রবীন্দ্র ভাওয়ালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অহিদুল ইসলাম, আমেনা খানম, কামরুল হাসান, অহিদা জাসরিন, দুর্জয় পাল, জেসমিন সুলতানা, রিপন কুন্ডুসহ আরো অনেকে।এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের জায়গা ও দোকান ঘর অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ভোগদখল করে আসছিল এই এলাকার ইমান আলী নামক ব্যাক্তি। গত ১০ বছর আগে স্কুল পরিচালনা কমিটি তা উদ্ধার করে। এর আগে আমরা আদালতে মামলা করে দুই কোটে স্কুলের পক্ষে রায় হয়েছে। গত ৬ দিন আগে আবার সে দখল করে তালা দিয়ে দেয়। শিক্ষার্থীরা তালা ভেঙে উচ্ছেদ করতে চেয়েছিলো। ছাত্রদের তা করতে দেই নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আজ মানববন্ধন থেকে প্রতিবাদ জানাচ্ছি। আশাকরি সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি দৃষ্টি দিবেন।এ বিষয়ে মুঠোফোনে ইমান আলী জানান, আমার দাদার আমল থেকে এই জমি আমাদের, সেই কাগজ পত্র আমার আছে। তারা জোর করে দখল করায় আমি মামলা করি। মামলাটি খারিজ হয়, কারো পক্ষে রায় হয় নাই। উচ্চ আদালতে আপিল করতে বলেছিলো আমি করি নাই। আমি সংশোধনী চেয়ে আদালতে মামলা করেছি, যা চলমান আছে।