ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

শ্রীপুরে বিজিবির গুলিতে নিহত ৬


আগস্ট ৬, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে ৬ জন নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার (বাংলাদেশ পেট্রোল পাম্পের) সামনে এ ঘটনা ঘটে। রাত ৯টায় গুলিবিদ্ধ হয়ে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।জানা যায় বিজিবির সদস্যদের বহনকারী দু’টি বাস আটকে দেয় আন্দোলনকারীরা। এ সময় বিজিবি সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলে ৬ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এরপর আন্দোলনকারীরা বিজিবির ৩টি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বাস দুটিতে তাদের ৮০ জন সদস্য ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। মাওনা চৌরাস্তা আলহেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক ওবায়দুল্লাহ বলেন, হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় ৫ জনের মরদেহ আনা হয়েছে। তাদের মধ্যে দু’জন ছাড়া তিনজনের নাম পরিচয় জানা গেছে। নিহত জুয়েল মৃধাকে উপজেলার মাওনা ইউনিয়নের নয়নপুর এলাকার তার ভায়রা আরিফ সরকারের বাড়িতে নেয়া হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত ২২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতরা হলেন- শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের দারোগারচালা গ্রামের শুক্কুর আলমের ছেলে শরীর আহমেদ (২০), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আব্দুল হাইয়ের ছেলে জুয়েল মৃধা (৩০), হালুয়াঘাট উপজেলার তাজুল ইসলামের ছেলে কাওসার (২৮), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসাদের ছেলে সিফাত উল্লাহ (২২) এবং অজ্ঞাত দু’জন ময়মনসিংহ জেলার বাসিন্দা।স্থানীয়রা জানান, আন্দোলনকারীরা বিজিবির ৩টি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঢাকা থেকে হেলিকপ্টার এসে বিজিবি সদস্যদেরকে উদ্ধার করে নিয়ে যায়। আন্দোলনকারীদের নিবৃত্ত করতে বিজিবি গুলি ছুড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজিবির গুলিতে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০০ জন আহত হয়েছেন।শ্রীপুরের মাওনা আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন জানান, দুপুরের পর থেকে রাত ৯টা পর্যন্ত গুলিবিদ্ধ ২২ জনসহ ৫০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জারিন ফারা বলেন, বিকালে গুলিবিদ্ধ চারজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা জানান, এ বিষয়ে আমরা কিছু জানি না।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।