নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনা ভারতে গিয়ে কুটচাল চালছে। সেখানে বসে তিনি বিভিন্ন ধরনের শলা-পরামর্শ করছে। ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আমাদের দরজা খোলা রয়েছে। আমাদের নিকটতম প্রতিবেশী দেশের সঙ্গে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ও রাজনীতিতে নাক গলাতে চায় তাহলে উচিত জবাব দেয়া হবে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. হারুনুর রশীদ।বিএনপি নেতা হারুন বলেন, সঙ্কটময় মুহূর্তে ঐক্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। এছাড়াও কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে। একই সঙ্গে এই গণআন্দোলনে নিহত ও আহতদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বলে জানান সাবেক এ সংসদ সদস্য। কোটা বিরোধী আন্দোলনে নিহত-আহত করা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিতে এ সমাবেশের আয়োজন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি। এতে অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে হারুনুর রশীদ বলেন, অবৈধভাবে সরকার গঠন করে গত ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করেছে। বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাকে এসব ঘটনায় বিচারের মুখোমুখি করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক জামিউল হক সোহেল, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বিএনপি নেতা শামসুল হক, আ ক ম শহিদুল আলম বিশ্বাস পলাশ, তাসেম আলীসহ অন্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭