ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি


আগস্ট ১৩, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:  শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইউকে লয়ার্স এলায়েন্স ফর বাংলাদেশ (ইউএলএবি)। গত সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতারা। শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদসহ হত্যা ও গুমের সঙ্গে জড়িত সকল অপরাধীদের সুষ্ঠ বিচারের আওতায় আনার দাবিতে ইংল্যান্ডে বসবাসরত আইনজীবীদের সংগঠন ইউকে লয়ার্স এলায়েন্স ফর বাংলাদেশের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে বলা হয়- গত ১৫ বছরের সকল গুম ও খুনের বিচারের জন্য জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিটি গঠন, আন্তর্জাতিক অপরাধ আদালতে খুনি হাসিনার বিচারের ব্যবস্থা করা, শেখ হাসিনা ও তার সহযোগীদের ইউকেতে কোন প্রকার রাজনৈতিক আশ্রয় প্রদান না করা, শেখ হাসিনা ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে যেসব সম্পদের পাহাড় গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। স্মারকলিপি প্রদান করেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, ব্যারিস্টার মো. ফকরুল ইসলাম, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার নুরুল গাফ্ফার এবং ব্যারিস্টার সেলিম খান

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।