আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: চাকরি জাতীয়করণ সহ আনসার সদস্যদের বিভিন্ন দাবির আন্দোলন কে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সংঘর্ষের সময় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে টঙ্গীবাড়ী উপজেলার শিক্ষার্থীরা।
বুধবার (২৮আগষ্ট) দুপুর ১ টায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের মাঠে প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা পরে হামলাকারীদের দ্রুত বিচারের দাবী জানিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা জাহিদ হাসান, আবু বকর , ফয়সাল, আব্দুস সামাদ, আতিক, শিশির আহমেদ, আজিম শিকদার,মারিয়া আক্তার,বিনয়, নাইম,হিমেল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭