

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট করা আরও ৫টি অস্ত্র- গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার চরমোহনা ও পৌরসভার পানহাটা এলাকা থেকে আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমুল হোসেন ও জেলার মনিটরিং শওকত হোসেন এসব অস্র উদ্ধার করেছেন ।রোববার (১১ আগষ্ট) উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মোটরসাইকেল উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন জেলাকমান্ডেন্ট মোঃ সোহাগ পারভেজ।গত ৫ আগস্ট ছাত্র-জনতার গন-অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা রায়পুর থানায় অগ্নিসংযোগ ও সব অস্ত্র-গুলি লুট করে নেয়। থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ।এছাড়াও কয়েকটি ইউপির আ’লীগের কার্যালয় ও বাড়ীতেও হামলা-ভাংচুর চালানো হয়েছে।।পুলিশ কর্মস্থলে না থাকায় থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ওসি তদন্তসহ ৫ পুলিশ চিকিৎসাধীন আছেন। এখন পর্যন্ত ১৩টি অস্ত্র ও ৯০টি গুলি, কম্পিউটার, ল্যাপটপ, মোটরসাইকেল উদ্ধার হয়েছে। তা সেনাদের কাছ থেকে পরে আমরা বুঝে নিব। আপতত একটি কক্ষে টেবিল নিয়ে অবস্থান করছি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭