মুন্সীগঞ্জ প্রতিনিধি: নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ৬ ঘন্টাব্যাপী সংঘর্ষে ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্র হয়ে ওঠে মুন্সীগঞ্জ শহর। ওই ঘটনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল পরিস্কার করার কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকশ’ সদস্য অংশ নেন।মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টা দিকে শহরের সুপার মার্কেট চত্বর থেকে শুরু হয় এ কার্যক্রম। সুপার মার্কেটের অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ ভাস্কর্যের বিভিন্ন সরঞ্জামসহ সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল সরিয়ে নিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা। এছাড়া সড়কে পড়ে থাকা গাড়ির ট্রায়ার, সাইনবোর্ড ও ব্যানার সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে। পরে কালো ব্যাগে ক্ষতিকর উপাদান ও সাদা ব্যাগে ময়লা-আবর্জনার ভরে পৌরসভার ময়লার স্তুপে রাখে।
এছাড়াও মুন্সীগঞ্জ পৌরসভায় সামনে থেকে সুপার মার্কেটে, কালীমন্দিরের সড়ক থেকে ডিসি পার্ক ও সুপার মার্কেট থেকে পিটি আই স্কুল পর্যন্ত সড়ক থেকে বিভিন্ন প্রকার ক্ষতিকর ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা সকলের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকার জ্বালাও পুরাও আমাদের কাম্য নয়। যারা সরকারি সম্পদ নষ্ট করেছে তাদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও গণঅভ্যুত্থানের খবরে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসের পাশাপাশি শহর পরিস্কার-পরিছন্ন কর্মসূচি গ্রহন করে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭