মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আটক ৫ শিক্ষার্থী কারাগার থেকে মুক্ত করা হয়েছে।গত রোববার (৪ আগস্ট) শহরের সুপারমার্কেট চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেফতার হয় ওই ৫ শিক্ষার্থী। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে জেলা কারাগার থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয়ে তাদের জামিনের ব্যবস্থা করে মুক্ত করা হয়।মুন্সীগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লসও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগার থেকে মুক্ত শিক্ষার্থীরা হলেন- শহরের ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মাহবুব ইসলাম নিহাদ (২২) ওআজমাইন হোসেন লিখন (২২)। বাকিদের নাম পরিচয় প্রাথমিক অবস্থায় জানা সম্ভব হয়নি।জেলা প্রশাসক বলেছেন, ‘এদের বাইরে কোন শিক্ষার্থী যদি কারাগারে গ্রেপ্তার থাকে তাদের বিষয়ে তথ্য পেলে সর্বোচ্চ সহযোগিতার মধ্যদিয়ে তাদেরও মুক্ত করা হবে।’এছাড়া জেলাবাসীকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন জেলা প্রশাসক ও সেনাবাহিনীর ওই কর্মকর্তা।