নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনার পলায়ন ও তার সরকার পতনে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে মিষ্টি বিতরণ, কেক কাটা ও বিজয় মিছিল করেছে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা।মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা মোমবাতি জ্বালিয়ে দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করে।এর আগে, প্রবাসী বাংলাদেশিরা দেশের সংঘটিত ন্যক্কারজনক ছাত্র-জনতা হত্যা-নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের পতাকা হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে।স্থানীয় সময় বিকাল ৫ টার দিকে শেখ হাসিনার পদত্যাগের খবর আসলে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে, একে অপরকে মিষ্টি খাওয়ায়ে বিজয় উল্লাস করতে দেখা যায়।তারা বলেন, বিশ্বাস হচ্ছে না। কী যে শান্তি লাগছে, বোঝাতে পারব না। বিশ্বাস করতে আরো কিছু সময় লাগবে। তবে আমরা এবার দেশে দ্বিগুন পরিমাণ রেমিট্যান্স পাঠাবো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭