আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলে মরহুম কামরুজ্জামান বাচ্চু বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫ঃ৩০ মিনিটে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এম,এ,জামান এপোলো, ম্যাচ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুৎ বেপারী।
খেলা পরিচালনা করেন হাসাইল বানারী ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান বেপারী, ইউনিয়ন যুবদল নেতা মো: মেহেদি শেখ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাফিউর দেওয়ান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি রহমান শেখ,ইউনিয়ন বিএনপি নেতা দুলাল গাজী,হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ এর সাধারণ সম্পাদক আলি আকবর (টিকলু),বিশিষ্ট ব্যবসায়ী দিন ইসলাম বালা, ইউপি সদস্য সিদ্দিক বেপারী সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে ইসলামপুর কিংস ৩-১ গোলে জয়ী হয় পশ্চিম হাসাইল এর বিরুদ্ধে ।