নিজস্ব প্রতিনিধি: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানিয়েছে, প্রধান বিচারপতির পদত্যাগপত্র প্রেসিডেন্ট কর্তৃক গৃহীত হওয়ার পরই প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে। প্রসঙ্গত, সংবিধানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদ নেই। সাধারণত প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এ দায়িত্ব পালন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭