ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে মুন্সীগঞ্জে দেয়ালিকা অংকন


আগস্ট ১১, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দেয়ালিকা অংকন করেছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০ টায় টঙ্গীবাড়ী উপজেলা প্রবেশ মূখ দেয়াল গুলোতে আন্দোলনে শহীদদের ছবি,শহিদ হওয়ার আগে তাদের মুখের ভাষ্য,অসাম্প্রদায়িক বাংলাদেশ, দূর্নীতি প্রতিরোধ, অধম্য বাংলাদেশ লিখনি তুলে ধরা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং,যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। রাহাত শেখ নামের এক শিক্ষার্থী জানান,সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের অন্যায় ভাবে হত্যার প্রতিবাদ স্বরুপ এই দেয়ালিকা অংকন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং করতেছি আমরা। দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। নুসরাত জাহান মিশু নামের আরেক ছাত্রী বলেন, আমাদের আন্দোলন কে যাতে মানুষ স্বরণ রাখতে পারে এবং শহিদদের কে স্বরন রাখতেই আমাদের এই কার্যক্রম। তাজুল ইসলাম নামের আরেকজন বলেন, বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অভিযোগ এসেছে আমাদের কাছে তাই আমরা পাইকারী বাজারের দ্রব্যমূল্যের তালিকা সংগ্রহ করে বিভিন্ন বাজার মনিটরিং করতেছি। মারিয়া আক্তার নামের আরেক শিক্ষার্থী বলেন, ৫ আগষ্ট সারাদেশের ন্যায় আমাদের টঙ্গীবাড়ীর বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ, লুটপাটের ঘটনা ঘটে ফলে রাস্তাঘাট অপরিষ্কার হয়ে পরে। যেহেতু প্রশাসন সংকট সেক্ষেত্রে আমরা ছাত্রসমাজ উদ্যোগ নিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিছন্ন করি। এখনো আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।এদিকে ছাত্রদের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।