ভোরের খবর ডেস্ক: বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) পদ থেকে পদত্যাগ করেছেন সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। শনিবার তার পদত্যাগের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপ-পরিচালক নার্গিস সানজিদা সুলতানা।এর আগে গত ১৮ই জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্যকে বাংলা একাডেমির ডিজি পদে নিয়োগ দিয়েছিল সরকার। ২৪শে জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭