স্টাফ রিপোর্টারঃ বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সোয়া ২টার দিকে হামলা চালায় একদল লোক। আকস্মিকভাবে শতাধিক মানুষের একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে। তাদের হাতে হকিস্টিক ও লাঠিসোটা ছিল। তারা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। হামলাকারীরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে বাইরে এসে ২০-২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশপাশি ৩টি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও অবস্থিত।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭