কেএম সবুজ : প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে। রবিবার দুপুর ১২ টার দিকে কাজিরহাট ফেরিঘাটের রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এমন দাবি তোলা।
জানা যায়, বিদ্যালয়ের উন্নয়নে বড় দূর্নীতি, শিক্ষার্থীদের সাথে অসদাচরণ মূলক আচরণ এবং সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন ওই প্রধান শিক্ষক আবুল কাসেম প্রামাণিক। এমনকি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতে আন্দোলনে অংশ না নিতে পারে এর জন্য তিনি কঠোর অবস্থানে ছিলেন।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাহুল জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে পিকনিক করে কিন্তু বিদ্যালয়ের উন্নয়ন হয়না। ফ্যানের অভাবে গরমে ভুগতে হয়। প্রধান শিক্ষকের কাছে কোন অভিযোগ নিয়ে গেলে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে। সব মিলিয়ে ওই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি তুলে তারা বিক্ষোভ করেছে। দ্রুত এর পদত্যাগ না করলে লাগাতার কর্মসূচী দিবেন তারা।
একই শ্রেণীর আরেক ছাত্রী বলেন, আমাদের বিদ্যালয়ে বহিরাগত বখাটে ছেলেরা এসে মেয়েদের উত্ত্যক্ত করে। এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে বার বার অভিযোগ করার পরে ও কোন সুরহা মিলছে না। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কাসেম প্রামাণিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি অভিভাবকদের।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭