নিজস্ব প্রতিনিধি: এটা আজকের বাংলাদেশ!! মানুষের প্রতিরোধের চেয়ে সুন্দর আর কিছুই নেই!শিক্ষার্থীরা স্পষ্টভাবে ৯ দফা দাবি জানিয়ে আপনার অবস্থান পরিবর্তন করার জন্য সময় দিয়েছিল। আপনি তাতে ইতিবাচক সাড়া দেননি।আপনি বরং পুলিশ রিপোর্ট দাখিল করে তদন্তের নামে উপহাস করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে যে, পুলিশের হাতে কেউ নিহত হয়নি। ২৬৭ কমিয়ে গণনা করা হলেও) জনের মধ্যে কেউ পুলিশের হাতে নিহত হয়নি! আপনি কি নিজস্ব এজেন্ডা অনুসারে বয়ান উদ্ভাবন করে মানুষের সাথে ঠাট্টা করছেন?মানুষ আজ এভাবেই সাড়া দিয়েছে। আর স্লোগানগুলোও বদলাচ্ছে! পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না! স্বাধীনতা দীর্ঘজীবী হোক! আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাই! এখন, নইলে কখনোই নয়!
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭