মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ পঞ্চগড়ে কর্মবিরতি থেকে সরে এসে নতুন রূপে নব উদ্যমে পুনরা পেশাগত দায়িত্ব পালন করতে শুরু করেছে পুলিশ সদস্যরা। সোমবার (১২- আগস্ট) সকালে পঞ্চগড় শের ই বাংলা পার্ক চৌরঙ্গি মোরে শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ সদস্যরাও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। এ সময় স্থানীয়রা জানান, পুলিশ সদস্যদের দ্বায়িত্ব পালন করতে দেখে স্বস্তির আভাস পাচ্ছি আমরা। পুলিশ বিহীন রাষ্ট্রের কথা কখনো কল্পনা করা যায় না। দেশের সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিকল্প নেই। সরকার পতনের পর বিভিন্ন রাজনৈতিক দলের সতর্ক অবস্থায় থাকা সত্যেও একের পর এক অনাকাঙিক্ষত অপৃতিকর ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা নানা ধরনের অপকর্মের মাধ্যমে দেশকে অস্থিতিল করে তোলার চেষ্টা করছে। ডাকাতি ও অপহরণের মতো ঘটনা ঘটছে। যা সোস্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখতেছি। এ সকল অপরাধ নির্মূলে পুলিশের বিকল্প নেই। পুলিশ সদস্যরা বিভিন্ন ধরনের পরিবার থেকে উঠে এসেছে। পেশাগত দায়িত্ব, উদ্ধতর্ন কর্মকর্তাদের চাপে বা অতিরঞ্জিত হয়ে অনেকেই অনেক কিছু করেছে। সেটা সময়ের ব্যবধানে অবশ্যই বিচারের আওতায় আনা হোক এটা আমরাও চাই। কিন্তু চলমান অস্থিতিল পরিবেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীকে মাঠে কাজ করার সুযোগ দিতে হবে। পুলিশের কাজে সহযোগিতা করতে হবে। এ বিষয়ে পঞ্চগড় জেলা পুলিশ কতৃক সোস্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যাতে বলা হয়েছে নতুন রূপে নব উদ্যমে দায়িত্বে ফিরেছে পঞ্চগড় জেলা পুলিশ। পঞ্চগড় জেলার সম্মানিত নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের উদ্যোগে ও সার্বিক দিক-নির্দেশনা অদ্য (১২-আগষ্ট) ২০২৪ খ্রিঃ তারিখে জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যদের প্রচেষ্টায় পঞ্চগড় জেলার সকল থানার অব্যাহত কার্যক্রমে নবউদ্যমে, নবগতিশীলতায়, জনগণের জান মালের নিরাপত্তা রক্ষায় কাজ করছে জেলা পুলিশ, পঞ্চগড়। থানায় আগত সেবা প্রার্থীদের জন্য জিডি, অভিযোগ, মামলা গ্রহণ সহ সার্বিক কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনায় জেলা ট্রাফিক নিষ্ঠার সাথে কাজ করছে। ডিএসবি কার্যক্রম- পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ভিআর তদন্ত সহ অন্যন্য কার্যক্রম অব্যাহত আছে। প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে থানা পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছে। সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে পুলিশ কাজ করছে। জেলা পুলিশ, পঞ্চগড় জেলার প্রত্যেকটি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা বদ্ধপরিকর । আপনার এলাকার যে কোন ধরণের অপরাধ সংক্রান্ত তথ্য নিকটতম থানায় সরবরাহ করে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭